রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে মাথায় আঘাত করে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) কে হত্যা করা হয়েছে। ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার (১১ জুলাই) মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঘটনার পর থেকে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেয়।
পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।
রিপোর্টার 



























