ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান না’লা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোকে আরও সহজ ও সাশ্রয়ী করতে এই মানি ট্রান্সফার অ্যাপ এখন বাংলাদেশে সেবা দিচ্ছে।
না’লা-এর মাধ্যমে প্রবাসীরা এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারছেন। প্রতিষ্ঠানটি বলছে, অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় তারা সর্বোত্তম বিনিময় হার (এক্সচেঞ্জ রেট) দিয়ে থাকে এবং লেনদেনে কোনো ট্রান্সফার ফি নেয় না। সহজ ইন্টারফেসের কারণে ব্যবহারকারীরা দ্রুত ও নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারছেন।
বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে না’লা। ফলে বিকাশ বা নগদের মতো অ্যাকাউন্টেও তাৎক্ষণিকভাবে টাকা পৌঁছে যাচ্ছে।
বর্তমানে ২১টি দেশে না’লা চালু রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইতালি। এসব দেশ থেকে এখন সহজেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যাচ্ছে।
না’লা-এর প্রতিষ্ঠাতা ও সিইও বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, “বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এশিয়ার মধ্যে বাংলাদেশ আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট। প্রবাসী বাংলাদেশিদের দৃঢ় মনোভাব আমাদের অনুপ্রাণিত করেছে।”
সব লেনদেনকে বৈধ ও সুরক্ষিত রাখতে না’লা আন্তর্জাতিক মানের রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই ডাউনলোডযোগ্য।
রিপোর্টার 

























