ব্যক্তিশ্রেণির নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া বাকি সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবর্ষে এই নিয়ম কার্যকর হয়েছে গত ৪ আগস্ট থেকে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮ এর উপধারা (৪) অনুযায়ী।
তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি বাধ্যতামূলকতার বাইরে থাকবেন। তারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
রিটার্ন জমা দেওয়ার ধাপ
প্রথমে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর ব্যবহার করে এনবিআরের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজনীয় আয়-ব্যয়ের তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাওয়া যাবে। কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই, তবে বেতন বিবরণী, ব্যাংক হিসাবের লেনদেন, সুদের তথ্যসহ অন্যান্য আর্থিক দলিল থেকে তথ্য নিতে হবে।
কর পরিশোধের উপায়
ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে কর দেওয়া যাবে। সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অনলাইন সাপোর্ট সার্ভিস থেকে সহায়তা নেওয়া যাবে।
গত করবর্ষে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় ১৭ লাখের বেশি করদাতা এই প্রক্রিয়ায় অংশ নেন। আর চলতি বছরের প্রথম দিনেই ১০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন।
রিপোর্টার 

























