আজ বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে তালাকনামা পাঠানোর অভিযোগ স্বামীর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কলিমাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সাফা তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে জোরপূর্বক আটক রাখা ও প্ররোচনায় তালাকনামা পাঠানোর অভিযোগ এনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেছেন। দরখাস্তে তিনি উল্লেখ করেন, গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক মোঃ কামরুজ্জামানের কন্যা রশ্নি জামান পায়েলের সঙ্গে এক লক্ষ টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুর মোঃ কামরুজ্জামান ও শাশুড়ি জেসমিন নাহার নিয়মিত হস্তক্ষেপ করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে আসছিলেন।
আবু সাফার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন বারবার তাঁদের কন্যাকে প্ররোচিত করে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য করেন। তিনি একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে এনে সংসার শুরুর চেষ্টা করলেও শ্বশুরবাড়ির লোকজন আবারও তাঁকে নিয়ে যান। সর্বশেষ ২৮ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৩টায়, আবু সাফা কর্মস্থলে অবস্থানকালে ২য় পক্ষরা তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীকে ভুল বুঝিয়ে স্বর্ণালঙ্কার ও ব্যক্তিগত সামগ্রীসহ বাড়ি থেকে নিয়ে যান।
পরবর্তীতে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ও তাঁর সঙ্গে থাকা সাক্ষীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। আবু সাফা অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতিতে এবং চাপ প্রয়োগ করে মেয়ের পিতা-মাতার প্ররোচনায় তাঁর স্ত্রী তাঁর কাছে তালাকনামা পাঠিয়েছেন।
এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়া হতে পারে। এমতাবস্থায় তিনি বিজ্ঞ আদালতের কাছে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় ব্যবস্থা গ্রহণপূর্বক তল্লাশি পরোয়ানা ইস্যুর মাধ্যমে স্ত্রীকে উদ্ধারের আবেদন জানান।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে তালাকনামা পাঠানোর অভিযোগ স্বামীর

আপডেট সময়: ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কলিমাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সাফা তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে জোরপূর্বক আটক রাখা ও প্ররোচনায় তালাকনামা পাঠানোর অভিযোগ এনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেছেন। দরখাস্তে তিনি উল্লেখ করেন, গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক মোঃ কামরুজ্জামানের কন্যা রশ্নি জামান পায়েলের সঙ্গে এক লক্ষ টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুর মোঃ কামরুজ্জামান ও শাশুড়ি জেসমিন নাহার নিয়মিত হস্তক্ষেপ করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে আসছিলেন।
আবু সাফার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন বারবার তাঁদের কন্যাকে প্ররোচিত করে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য করেন। তিনি একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে এনে সংসার শুরুর চেষ্টা করলেও শ্বশুরবাড়ির লোকজন আবারও তাঁকে নিয়ে যান। সর্বশেষ ২৮ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৩টায়, আবু সাফা কর্মস্থলে অবস্থানকালে ২য় পক্ষরা তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীকে ভুল বুঝিয়ে স্বর্ণালঙ্কার ও ব্যক্তিগত সামগ্রীসহ বাড়ি থেকে নিয়ে যান।
পরবর্তীতে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ও তাঁর সঙ্গে থাকা সাক্ষীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। আবু সাফা অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতিতে এবং চাপ প্রয়োগ করে মেয়ের পিতা-মাতার প্ররোচনায় তাঁর স্ত্রী তাঁর কাছে তালাকনামা পাঠিয়েছেন।
এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়া হতে পারে। এমতাবস্থায় তিনি বিজ্ঞ আদালতের কাছে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় ব্যবস্থা গ্রহণপূর্বক তল্লাশি পরোয়ানা ইস্যুর মাধ্যমে স্ত্রীকে উদ্ধারের আবেদন জানান।