এস এম আলমগীর হোসেন, আশাশুনি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩.৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় মুখোমুখি হয় আশাশুনি মহিষাডাঙ্গা একাদশ বনাম সাতক্ষীরা রাহাত একাদশ। প্রথমার্ধে মহিষাডাঙ্গা ১-০ গোলে এগিয়ে যায়। সমতা ফেরাতে রাহাত একাদশ গোল শোধ করে এবং প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে মহিষাডাঙ্গা ১ গোল করে ২-১ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ হন মহিষাডাঙ্গা একাদশের মোঃ নাহিদ ইসলাম।
খেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক খালিদ হোসেন সানা। সভাপতিত্ব করেন কাপসন্ডা প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর মোঃ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (বাচ্চু), সংগঠনের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০০–র বেশি সদস্য।
প্রধান পরিচালক ছিলেন উত্তম কুমার মন্ডল, সহকারী পরিচালক ইমরান হোসেন ও ইউনুছ আলী। ধারাভাষ্যকার ছিলেন মাফিজুল ইসলাম শারাফাত ও মোর্তজা হাসান।
রিপোর্টার 




























