ভোট ১০ নভেম্বর শিল্পকলা একাডেমি মিলনায়তনে
শেখ হাসান গফুর: সাতক্ষীরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচন আগামী ১০ নভেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে ৭টি পদে তিনটি প্যানেলে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চলছে ব্যানার-পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রচারণা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন- আবু জাহিদ ডাবলু, কাজী কামরুজ্জামান, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ফারহা দীবা খান সাথী এবং অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি। একই দিনে বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন। নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও ৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন।
সমন্বিত নীল প্যানেলে আছেন ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সেক্রেটারি পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও প্যাভেল রহমান।
সমন্বিত নাগরিক প্যানেলে আছেন ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সেক্রেটারি পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, কামরুজ্জামান কামু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও মো. কামরুজ্জামান রাসেল।
সচেতন সাতক্ষীরাবাসী প্যানেলে আছেন ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি পদে অধ্যাপক মো. ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহা. রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। ভোটার সংখ্যা আনুমানিক ১ হাজার ৬৩০ জন। ভোট দিতে হলে জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। কমিশনে রয়েছেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা ও নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি।
নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা বলেন, “রেড ক্রিসেন্টের এ নির্বাচনকে আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে দেখতে চাই। প্রার্থীরা যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে আমরা প্রশাসনের সহযোগিতায় নিরপেক্ষভাবে কাজ করছি।”
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচনে তিন প্যানেলের লড়াই
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- ৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





















