সাতক্ষীরার শ্যামনগর থানার শংকরকাটি এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৮ অক্টোবর) র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর যৌথ অভিযানে বালাদিয়াড় গ্রামের মো. রফিক শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর চারঘাট থানার বাসিন্দা এবং ওই হত্যা মামলার ২ নম্বর আসামি। র্যাব জানায়, গত ২১ অক্টোবর জমিজমা নিয়ে বিরোধের জেরে রফিক শেখসহ কয়েকজন মিলে একই গ্রামের মোস্তফা শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- ৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






























