স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর সহ-বাস্তবায়নে কর্ম পরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়ায় এফএসএফসিএসও (FSFCSO) প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে অ্যাডভোকেসি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে শ্যামনগর উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে প্রান্তিক কৃষক-কৃষাণী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
স্ববল প্রজেক্টের মাঠ সমন্বয়ক জনাব মোঃ মুরতাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটসে্র হেড অফ অপারেশন মোঃ আলামিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া জান্নাত,
হেডসে্র সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষাণী মোছাঃ নাসিমা খাতুন, মুন্সিগঞ্জ ইউনিয়নের চন্দ্রনা রানী জোরদার, রমজান নগর ইউনিয়নের কৃষক ইউনুস আলী, অন্যন্য উপজেলা পর্যায়ের কৃষি পণ্য উদ্ভাবক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার 





























