আরাফাত আলী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর সকাল ১০ উপজেলার ডাক বাংলো মোড়ে অবস্থিত বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজন সকাল সাড়ে ১০ টায় এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এআলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, জামায়াত ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার আমীর ওহাব সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ,জাতীয়তাবাদীদল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র প্রতিনিধি মারুফ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন,সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অপর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও আত্মত্যাগ বাঙালি জাতির প্রেরণার উৎস হয়ে আছে।বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























