বাংলার মা–মাটি–মানুষের নেত্রী, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আলিপুরের আব্দুস সাত্তার কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। এসময় তিনি বলেন, “দেশ এখন কঠিন সময় পার করছে। এমন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার শক্তি পান।” সকলের প্রতি দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অগণিত মুসল্লি। দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার 


















