দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার ১১৭ নম্বর তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুপদ বাছাড় ২০২৩ সালের ১১ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও অভিযোগনামা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত চলাকালে গুরুপদ বাছাড় তদন্তানুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনসহ কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে গুরুপদ বাছাড়ের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত প্রতিবেদন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
সব দিক বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী গুরুপদ বাছাড়কে ২০২৩ সালের ১১ জুলাই থেকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
রিপোর্টার 






















