নিজস্ব প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেছেন, আশাশুনি উপজেলার সবচেয়ে বড় সমস্যা হলো টেকসই বেঁড়িবাঁধের অভাব। উপকূলীয় এই অঞ্চলে টেকসই বেঁড়িবাঁধ না থাকায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি প্রবেশ করে ফসল, ঘের ও ভেড়ির ব্যাপক ক্ষতি হয়। এতে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে পড়েন।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে আশাশুনি উপজেলার সব বেঁড়িবাঁধ টেকসইভাবে নির্মাণের ব্যবস্থা করব। পাশাপাশি অবৈধ খাল দখলমুক্ত করা হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
রোববার (১৪ ডিসেম্বর) গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালীমন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মণ্ডল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল।
জনসভায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, “জামায়াত বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা স্বাধীনতা যুদ্ধের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট করেছে, মা-বোনের সম্ভ্রমহানি করেছে এবং মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে। সেই রাজাকার ও আলবদরের সহযোগীরা আজ কোন মুখে ভোট চাইতে আসে?”
এ সময় আরও বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সমাজসেবক মজিদ সরদার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, বদরুল ফকির, কামরুল ইসলাম মোড়ল, আলিম গাজী প্রমুখ।
রিপোর্টার 






















