আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বক্তারা বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা পরিকল্পিত ষড়যন্ত্র। অবিলম্বে তদন্ত করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।’ বিক্ষোভ মিছিলটি সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ. আর. মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা-নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী। উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মিছিল ও সমাবেশ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- ৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























