শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক পরিচালক প্রধান পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা ০৪ নির্বাচনী আসন পরিচালক অধ্যাপক মুজাম্মিল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা দেন
সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-০৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ।
রিপোর্টার 





























