আজ সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা ৩ আসনে ডাঃ শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ Logo রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনা সদস্য ইয়াছিন আরাফাত বাপ্পির Logo দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে : ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার Logo জলাবদ্ধতা নিরসনে শ্যামনগরে আদি যমুনার প্রবাহ পুনরুদ্ধারে বৃহৎ ব্রিজ নির্মাণের দাবি Logo খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকার Logo চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি Logo সাতক্ষীরা সদর ২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুর রউফ’র গণসংযোগ Logo সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা Logo দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ সম্পন্ন Logo সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচনে তিন প্যানেলের লড়াই
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ : হেফাজত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে লাশ পোড়ানোকে ‘নিন্দনীয়’ ও ’অগ্রহণযোগ্য’ বলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইসলামে লাশ পোড়ানোয় নিষেধাজ্ঞা থাকার কথা তুলে ধরার পাশাপাশি সংগঠনটি এও বলছে, স্থানীয় জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া তুলে ধরেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ২ নেতা বলেন, “কাবার আদলে ১২ ফুট উঁচু নুরাল পাগলার মাজার ও বেদী নির্মাণ, নিজেকে ইমাম মাহদী দাবি ও নিজস্ব কালেমার প্রচলন ইত্যাদি শরিয়তবিরোধী কর্মকাণ্ড নিয়ে অনেক দিন ধরে রাজবাড়ীর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ ছিলেন।

“নুরাল পাগলার পরিবারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানাভাবে বোঝানোর চেষ্টা করেও বিফল হন। এমনকি নুরাল পাগলার এসব অপকর্ম রোধে একাধিকবার স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করে স্মারকলিপি দেন এবং প্রয়োজনে সংবাদ সম্মেলনও করেন।”

হেফাজত নেতারা বলেন, “এতে তাদের ধৈর্যের পরিচয় পাওয়া গেলেও প্রশাসনের অসহযোগিতার কারণে একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা নুরাল পাগলার কথিত কাবার আদলে তৈরি কবর ভেঙে লাশ তুলে পুড়িয়ে দেয়।

“ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ। এটি মানবিক মর্যাদার প্রশ্ন। ইসলাম-প্রদত্ত এই মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। ফলে নুরাল পাগলার লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ। একটি অন্যায় রোধ করতে গিয়ে আরেকটি অন্যায় করার সুযোগ নেই।”

বিবৃতিতে নেতারা বলেন, “প্রশাসন নুরাল পাগলার ব্যাপারে যথাসময়ে পদক্ষেপ নেয়নি বলেই এমন সহিংস পরিস্থিতি তৈরি হতে পেরেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। “আমরা লক্ষ্য করেছি, সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতি রক্ষার ক্ষেত্রে সরকার ও প্রশাসন প্রায়ই করিৎকর্মার পরিচয় দেয়। বাম ও প্রগতিশীল ঘরানাও খুবই সরব থাকে। কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তাদের সবসময় নিষ্ক্রিয় ও নীরব দেখা যায়।”

এই ‘বৈষম্য ইসলামবিদ্বেষ প্রসূত’ মনে করেন জানিয়ে হেফাজত নেতারা বলেন, “এমনকি একশ্রেণীর বাম ও প্রগতিশীলদের নৈতিক সমর্থনের কারণে তাদের ঘরানার কেউ কেউ বিভিন্ন সময় আল্লাহ ও রাসূলের (সা.) নামে কটূক্তি ও বিষোদ্গার করার দুঃসাহসও দেখিয়েছে। “কিন্তু শত প্রতিবাদেও তাদের কোনো বিচার হয়নি। এই দীর্ঘ অবিচারের সঙ্কট নিরসনে সরকার এবং একইসঙ্গে বাম-প্রগতিশীল ঘরানার মুরুব্বিদেরও এগিয়ে আসতে হবে। দায়িত্ব শুধু আলেমদেরই নয়, তাদেরও রয়েছে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা ৩ আসনে ডাঃ শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ : হেফাজত

আপডেট সময়: ০২:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে লাশ পোড়ানোকে ‘নিন্দনীয়’ ও ’অগ্রহণযোগ্য’ বলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইসলামে লাশ পোড়ানোয় নিষেধাজ্ঞা থাকার কথা তুলে ধরার পাশাপাশি সংগঠনটি এও বলছে, স্থানীয় জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া তুলে ধরেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ২ নেতা বলেন, “কাবার আদলে ১২ ফুট উঁচু নুরাল পাগলার মাজার ও বেদী নির্মাণ, নিজেকে ইমাম মাহদী দাবি ও নিজস্ব কালেমার প্রচলন ইত্যাদি শরিয়তবিরোধী কর্মকাণ্ড নিয়ে অনেক দিন ধরে রাজবাড়ীর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ ছিলেন।

“নুরাল পাগলার পরিবারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানাভাবে বোঝানোর চেষ্টা করেও বিফল হন। এমনকি নুরাল পাগলার এসব অপকর্ম রোধে একাধিকবার স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করে স্মারকলিপি দেন এবং প্রয়োজনে সংবাদ সম্মেলনও করেন।”

হেফাজত নেতারা বলেন, “এতে তাদের ধৈর্যের পরিচয় পাওয়া গেলেও প্রশাসনের অসহযোগিতার কারণে একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা নুরাল পাগলার কথিত কাবার আদলে তৈরি কবর ভেঙে লাশ তুলে পুড়িয়ে দেয়।

“ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ। এটি মানবিক মর্যাদার প্রশ্ন। ইসলাম-প্রদত্ত এই মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। ফলে নুরাল পাগলার লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ। একটি অন্যায় রোধ করতে গিয়ে আরেকটি অন্যায় করার সুযোগ নেই।”

বিবৃতিতে নেতারা বলেন, “প্রশাসন নুরাল পাগলার ব্যাপারে যথাসময়ে পদক্ষেপ নেয়নি বলেই এমন সহিংস পরিস্থিতি তৈরি হতে পেরেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। “আমরা লক্ষ্য করেছি, সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতি রক্ষার ক্ষেত্রে সরকার ও প্রশাসন প্রায়ই করিৎকর্মার পরিচয় দেয়। বাম ও প্রগতিশীল ঘরানাও খুবই সরব থাকে। কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তাদের সবসময় নিষ্ক্রিয় ও নীরব দেখা যায়।”

এই ‘বৈষম্য ইসলামবিদ্বেষ প্রসূত’ মনে করেন জানিয়ে হেফাজত নেতারা বলেন, “এমনকি একশ্রেণীর বাম ও প্রগতিশীলদের নৈতিক সমর্থনের কারণে তাদের ঘরানার কেউ কেউ বিভিন্ন সময় আল্লাহ ও রাসূলের (সা.) নামে কটূক্তি ও বিষোদ্গার করার দুঃসাহসও দেখিয়েছে। “কিন্তু শত প্রতিবাদেও তাদের কোনো বিচার হয়নি। এই দীর্ঘ অবিচারের সঙ্কট নিরসনে সরকার এবং একইসঙ্গে বাম-প্রগতিশীল ঘরানার মুরুব্বিদেরও এগিয়ে আসতে হবে। দায়িত্ব শুধু আলেমদেরই নয়, তাদেরও রয়েছে।”