দুই বছর আগেও ঈদের নাটক মানেই মেহজাবীনের ব্যস্ততা ছিল তুঙ্গে। তবে গত দুই ঈদে মেহজাবীনকে কোনো নাটকে দেখা যায়নি। ফলে তার ভক্তরা কিছুটা হতাশই হয়েছেন বলা যায়। অবশ্য মাঝে ‘অনন্যা’ নামে একটি মাত্র নাটকে অভিনয় করেছিলে তিনি। তবে তার ভক্তদের ঈদের নাটকের খরা রয়েই গেছে। দুই বছর পর ঈদের নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এখন থেকে প্রতি বছরই কিছু নাটকে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। প্রথম সিনেমা মুক্তির মধ্য দিয়ে চলতি বছর বড় পর্দায় অভিষেক হতে পারে এ নায়িকার। মেহজাবীন বলেন, ‘গত দুই বছর ঈদের নাটকে কাজ করা হয়নি। যদিও গত দুই বছরে ঈদে পুরোনো কিছু নাটক চলেছে। তারপরও নতুন নাটকের জন্য দর্শকের অনেক অনুরোধ থাকে। এবার যদি ঠিকঠাক থাকে, তাহলে ঈদুল ফিতরে একটি নাটকে কাজ করার ইচ্ছা।’ তবে নাটকের নাম, সহশিল্পী ও পরিচালকের ব্যাপারে এখনই বিস্তারিত বলতে চাননি মেহজাবীন। বলেন, ‘নাটকটির গল্প, চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হতে পারে। কাজ শুরু হোক, বিস্তারিত জানাব।’
গত দুই বছরে ওটিটির কাজে ব্যস্ত ছিলেন মেহজাবীন। ‘কাজলের দিনরাত্রী’, ‘রেডরাম’, ‘নীল জলের কাব্য’, ‘সাবরিনা’, দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি’সহ ডজনখানেক ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ‘গল্প ও বাজেটের কারণেই এসব মাধ্যমে কাজের আগ্রহ বেড়েছে। ধরেন, একটা ভিন্ন গল্প, ভিন্ন চরিত্রের চিত্রনাট্য হাতে এল। কাজটি করতে গেলে বাজেটের প্রয়োজন। নাটকে সেটি পোষাবে না। তখন সেটি সিনেমা বা ওটিটির জন্য তৈরি হচ্ছে’- বললেন মেহজাবীন। গত বছরে ‘সাবা’ নামে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এটি এখন সেন্সরে জমার অপেক্ষায়। ছবিটি মুক্তির মধ্য দিয়ে চলতি বছরেই বড় পর্দায় অভিষেক হতে পারে এই অভিনেত্রীর। এ ব্যাপারে মেহজাবীন বলেন, ‘দুই-তিন বছর আগে থেকে সিনেমা করার প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো গল্প, চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি, করে ফেললাম।’ এখন থেকে নিয়মিত বড় পর্দায় পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে মেহজাবীনের উত্তর, ‘সিনেমাকে আলাদা করে ভাগ করতে চাই না। ভালো গল্প, ভালো চিত্রনাট্য পেলে আরও সিনেমা করব।’
দুই বছর আগেও ঈদের নাটক মানেই মেহজাবীনের ব্যস্ততা ছিল তুঙ্গে। তবে গত দুই ঈদে মেহজাবীনকে কোনো নাটকে দেখা যায়নি। ফলে তার ভক্তরা কিছুটা হতাশই হয়েছেন বলা যায়। অবশ্য মাঝে ‘অনন্যা’ নামে একটি মাত্র নাটকে অভিনয় করেছিলে তিনি। তবে তার ভক্তদের ঈদের নাটকের খরা রয়েই গেছে। দুই বছর পর ঈদের নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এখন থেকে প্রতি বছরই কিছু নাটকে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। প্রথম সিনেমা মুক্তির মধ্য দিয়ে চলতি বছর বড় পর্দায় অভিষেক হতে পারে এ নায়িকার। মেহজাবীন বলেন, ‘গত দুই বছর ঈদের নাটকে কাজ করা হয়নি। যদিও গত দুই বছরে ঈদে পুরোনো কিছু নাটক চলেছে। তারপরও নতুন নাটকের জন্য দর্শকের অনেক অনুরোধ থাকে। এবার যদি ঠিকঠাক থাকে, তাহলে ঈদুল ফিতরে একটি নাটকে কাজ করার ইচ্ছা।’ তবে নাটকের নাম, সহশিল্পী ও পরিচালকের ব্যাপারে এখনই বিস্তারিত বলতে চাননি মেহজাবীন। বলেন, ‘নাটকটির গল্প, চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হতে পারে। কাজ শুরু হোক, বিস্তারিত জানাব।’
গত দুই বছরে ওটিটির কাজে ব্যস্ত ছিলেন মেহজাবীন। ‘কাজলের দিনরাত্রী’, ‘রেডরাম’, ‘নীল জলের কাব্য’, ‘সাবরিনা’, দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি’সহ ডজনখানেক ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ‘গল্প ও বাজেটের কারণেই এসব মাধ্যমে কাজের আগ্রহ বেড়েছে। ধরেন, একটা ভিন্ন গল্প, ভিন্ন চরিত্রের চিত্রনাট্য হাতে এল। কাজটি করতে গেলে বাজেটের প্রয়োজন। নাটকে সেটি পোষাবে না। তখন সেটি সিনেমা বা ওটিটির জন্য তৈরি হচ্ছে’- বললেন মেহজাবীন। গত বছরে ‘সাবা’ নামে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এটি এখন সেন্সরে জমার অপেক্ষায়। ছবিটি মুক্তির মধ্য দিয়ে চলতি বছরেই বড় পর্দায় অভিষেক হতে পারে এই অভিনেত্রীর। এ ব্যাপারে মেহজাবীন বলেন, ‘দুই-তিন বছর আগে থেকে সিনেমা করার প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো গল্প, চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি, করে ফেললাম।’ এখন থেকে নিয়মিত বড় পর্দায় পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে মেহজাবীনের উত্তর, ‘সিনেমাকে আলাদা করে ভাগ করতে চাই না। ভালো গল্প, ভালো চিত্রনাট্য পেলে আরও সিনেমা করব।’