আজ বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ড্র করে লিভারপুল। যে ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন আর্না স্লট। ম্যাচ শেষে বাড়ছে লিভারপুল কোচের শাস্তি। দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি। ম্যাচের পর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’ দলটির পরের দুই ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন স্লট।

নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। অবশেষে গতকাল হয়েছে ম্যাচটি। যেখানে দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ২-১ গোলের লিড নিয়ে খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন। এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লট ও তার সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্সও বহিষ্কার হন।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ

আপডেট সময়: ০৪:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ড্র করে লিভারপুল। যে ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন আর্না স্লট। ম্যাচ শেষে বাড়ছে লিভারপুল কোচের শাস্তি। দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি। ম্যাচের পর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’ দলটির পরের দুই ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন স্লট।

নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। অবশেষে গতকাল হয়েছে ম্যাচটি। যেখানে দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ২-১ গোলের লিড নিয়ে খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন। এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লট ও তার সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্সও বহিষ্কার হন।