প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুই দেশের প্রথম ওয়ানডেতে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ম্যাচ পাচ্ছে বাড়তি গুরুত্ব। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে দ্বিপাক্ষিক সিরিজে। এর আগে কেবল ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন। অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।