একসঙ্গে নতুন দুই ওয়েব ফিল্মে কাজ করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির, আরেকটি দীপ্ত প্লের। দুটি কাজই দারুণ গল্পের উল্লেখ করে দীঘি বলেন, একটি নারীনির্ভর সিনেমা। আনুষ্ঠানিকভাবে এর বাইরে আর কিছুই বলতে পারছি না। তারাই জানাবেন।’ দীঘি বলেন, “নতুন বছরে আমার অভিনীত ‘শ্রাবণ জোছনা’ মুক্তি পেয়েছে। সিনেমার গল্পটি দারুণ ছিল। ইমদাদুল হক মিলন আঙ্কেলের উপন্যাস থেকে বানানো ছবিটি। যারা দেখেছেন সবাই গল্পের প্রশংসা করেছেন। আপাতত মুক্তির অপেক্ষায় তো কোনো ছবি নেই আমার। তবে আমি অপেক্ষায় আছি ভালো গল্প ও ভালো সিনেমার। দেখা যাক কবে সেটা পাই।” এদিকে দীঘি বরাবরই ব্যস্ত রয়েছেন স্টেজ পারফর্ম, ব্রাইডাল সাজ ও ফটোশুট নিয়ে।