চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেই ইংল্যান্ডের কোনো। স্বাভাবিকভাবেই ইংলিশ অখুশি সমর্থকরা। এরপরও বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাতে প্রস্তুত লন্ডনবাসি। কারণ আগামী ১ জুন ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ক্লাব ফুটবলের দুই জায়ান্ট। আগামী ১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ওয়েম্বলিতে বহুল প্রত্যাশিত এই ফাইনালে মুখোমুখি হবে ডর্টমুন্ড-রিয়াল। প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে ১-০ গোলে হারানোর পর, ফরাসি জায়ান্টদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে একই ব্যবধানে জয় পায় জার্মান ক্লাবটি। এতে ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এডিন টেরজিকের দল।
অন্য দিকে আরেক জামার্ন ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। পরে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাজয়ীদের। দুই বছর পর আবারও ফাইনালের মঞ্চে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশের স্প্যানিশ জায়ান্ট রিয়ালের সমর্থক অনেক। রেকর্ড ১৫তম শিরোপা জয় উপভোগ করতে টিভির পর্দায় চোখ রাখবেন তারা। বাংলাদেশ থেকে সনি নেটওয়ার্কে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সনি টেন টু এবং সনি টেন টু এইচডিতে দেখা যাবে ডর্টমুন্ড-রিয়াল মহারণ। এ ছাড়া সনি লিভ অ্যাপ দিয়ে মোবাইলে দেখা যাবে বহুল প্রত্যাশিত ফাইনাল। বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ের এই লড়াইয়ের লোভনীয় রোমাঞ্চ মিস করতে চাইবেন না কোনো ফুটবলপ্রেমী।