আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

শেষের পথে আইপিএলের এবারের আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে খেলা দলগুলোর প্রায় প্রতিটিই তাদের ভাগে থাকা ১৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৬৭টি ম্যাচ শেষে আইপিএলের প্লে-অফের চার দলের ৩টি নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষা শুধু সর্বশেষ দলের জন্য। সর্বশেষ সেই দল হওয়ার জন্য লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। তবে দুই হেভিওয়েটের এই লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। এই সপ্তাহে পুরো ভারতজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, মুম্বাই প্রতিটি জায়গায় আইপিএলের ম্যাচ বিঘ্নিত হয়েছে বৃষ্টিতে। বেঙ্গালুরুতেও একই সম্ভাবনা রয়েছে। এতে অবশ্য সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। কারণ শনিবার (১৮ মে) নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা না হলে আইপিএলের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যাবে তাদের।

আবহাওয়ার খবরে বলা হয়েছে শনিবার বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। শহরের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। তাই খেলা যদি না হয় তা হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সে ক্ষেত্রে প্লে-অফে পৌঁছে যাবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে যাবে ১৫ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে থাকা বাকি দলগুলো ১৪ পয়েন্টে আটকে থাকবে। তাই বিরাট কোহলিরা চাওয়া থাকবে শনিবার বেঙ্গালুরুর আকাশে বৃষ্টি না হোক। আর ধোনিরা চাইবে বৃষ্টি হোক। তবে শুধু বৃষ্টি নয় বেঙ্গালুরুর সামনে অন্য সমীকরণও রয়েছে। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে চেন্নাই যদি প্রথমে ব্যাট করে ২০০ রান করে, তা হলে বেঙ্গালুরুকে সেই রান করতে হবে ১৮.১ ওভারে। তবেই চেন্নাইয়ের রান রেট টপকে প্লে-অফে উঠতে পারবেন বিরাটরা। অন্যদিকে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২০০ রান করলে অন্তত ১৮ রানে জিততে হবে তাদের। খুব কঠিন অঙ্ক না থাকায় বেঙ্গালুরুর কাছে বড় সুযোগ রয়েছে চেন্নাইকে হারিয়ে এবং নেট রানরেটে টপকে প্লে-অফে ওঠার। কিন্তু বৃষ্টি হলে পাল্টে যাবে হিসাব। কারণ ম্যাচে ওভার কমলে চাপ বাড়বে বেঙ্গালুরুর। খেলা না হলে তো কোনো আশাই নেই।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট ফাফ ডুপ্লেসির দলের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। জিতলেই প্লে-অফ নিশ্চিতে ঋতুরাজ গায়কোয়াড়ের দলের। তাদের কাছে সুযোগ রয়েছে বড় ব্যবধানে জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসারও।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে: ড. ইউনূস

প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি

আপডেট সময়: ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

শেষের পথে আইপিএলের এবারের আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে খেলা দলগুলোর প্রায় প্রতিটিই তাদের ভাগে থাকা ১৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৬৭টি ম্যাচ শেষে আইপিএলের প্লে-অফের চার দলের ৩টি নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষা শুধু সর্বশেষ দলের জন্য। সর্বশেষ সেই দল হওয়ার জন্য লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। তবে দুই হেভিওয়েটের এই লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। এই সপ্তাহে পুরো ভারতজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, মুম্বাই প্রতিটি জায়গায় আইপিএলের ম্যাচ বিঘ্নিত হয়েছে বৃষ্টিতে। বেঙ্গালুরুতেও একই সম্ভাবনা রয়েছে। এতে অবশ্য সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। কারণ শনিবার (১৮ মে) নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা না হলে আইপিএলের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যাবে তাদের।

আবহাওয়ার খবরে বলা হয়েছে শনিবার বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। শহরের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। তাই খেলা যদি না হয় তা হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সে ক্ষেত্রে প্লে-অফে পৌঁছে যাবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে যাবে ১৫ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে থাকা বাকি দলগুলো ১৪ পয়েন্টে আটকে থাকবে। তাই বিরাট কোহলিরা চাওয়া থাকবে শনিবার বেঙ্গালুরুর আকাশে বৃষ্টি না হোক। আর ধোনিরা চাইবে বৃষ্টি হোক। তবে শুধু বৃষ্টি নয় বেঙ্গালুরুর সামনে অন্য সমীকরণও রয়েছে। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে চেন্নাই যদি প্রথমে ব্যাট করে ২০০ রান করে, তা হলে বেঙ্গালুরুকে সেই রান করতে হবে ১৮.১ ওভারে। তবেই চেন্নাইয়ের রান রেট টপকে প্লে-অফে উঠতে পারবেন বিরাটরা। অন্যদিকে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২০০ রান করলে অন্তত ১৮ রানে জিততে হবে তাদের। খুব কঠিন অঙ্ক না থাকায় বেঙ্গালুরুর কাছে বড় সুযোগ রয়েছে চেন্নাইকে হারিয়ে এবং নেট রানরেটে টপকে প্লে-অফে ওঠার। কিন্তু বৃষ্টি হলে পাল্টে যাবে হিসাব। কারণ ম্যাচে ওভার কমলে চাপ বাড়বে বেঙ্গালুরুর। খেলা না হলে তো কোনো আশাই নেই।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট ফাফ ডুপ্লেসির দলের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। জিতলেই প্লে-অফ নিশ্চিতে ঋতুরাজ গায়কোয়াড়ের দলের। তাদের কাছে সুযোগ রয়েছে বড় ব্যবধানে জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসারও।