সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া বাংলাদেশ সফর করবেন ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত। এসময় তার সঙ্গে থাকবেন সুইডেনের বাণিজ্য ও বৈদেশিক উন্নয়ন সহযোগী মন্ত্রী জোহান ফরসেল। সুইডেনের রাজকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ সময় তিনি জাতীসংঘের উন্নয়ন কর্মসূচির কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ বিষয়ে বাংলাদেশস্থ সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত এলেক্সবার্গ বন্ড লিন্ডে জানান, বাংলাদেশের সঙ্গে সুইডেনের সম্পর্ক ৫০ বছরের চেয়েও বেশি। সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত এলেক্সবার্গ বন্ড লিন্ডে বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন করেছে। ২০২৬ সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে মধ্য আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। এই উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা যুবরাজ্ঞির সফরের অন্যতম উদ্দেশ্য। এই সময় ভিক্টোরিয়ার সঙ্গে থাকবেন সুইডেনের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক একটি প্রতিনিধি দল।
সুইডেনের বর্তমান রাজা কার্ল গুস্তাফের মেয়ে ভিক্টোরিয়া। সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার প্রিন্সেস ভিক্টোরিয়া একটি মেয়ে শিশুর মা। ভিক্টোরিয়ার জীবসঙ্গীর নাম প্রিন্স ড্যানিয়েল।