আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

ধরা খেয়েছেন বুবলী, সাবেক মন্ত্রীর ফোন (ভিডিও)

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

এবারের ঈদে দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা। শাকিব খানের ‘রাজকুমার’ সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলীর ‘দেয়ালের দেশ’। সেই অচল সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলীর অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলীর সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’। সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। একদিকে শাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলী অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা।

দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরান খ্যাত নায়ক শরিফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলীর ‘দেয়ালের দেশ’ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং ৪টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলীর ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’। আরও চলছে ‘গর্জিলা’ ও ‘কাজলরেখা’।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলীর ‘দেয়ালের দেশ’ বড় সিনেমাগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও না কি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলীর অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা। গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমাই ভালো ব্যবসা করছে। আগের ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা বাণিজ্যিক সফলতা পায়। তাইতো সিনেমা হল মালিকদের প্রথম পছন্দই ছিল শাকিবের রাজকুমার। তবে সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে। কিন্তু মুক্তির পর সিনেমাটি হালে পানি পায়নি। বুবলী অভিনীত ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘মায়া-দ্য লাভ’ও সাড়া ফেলতে পারেনি।

১২৭ সিনেমা হলে মুক্তি পাওয়া রাজকুমারের কাছে ধরাশায়ী হচ্ছে ঈদের বাকি সিনেমাগুলো। যদিও জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটিও মাল্টিপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে। এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৩টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় ৪টি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে। অন্যদিকে শাকিববিহীন বুবলী একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করে যাচ্ছেন। এই ফ্লপ সিনেমার সুপারফ্লপ নায়িকা আর কতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন তা সময়ই বলে দেবে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

ধরা খেয়েছেন বুবলী, সাবেক মন্ত্রীর ফোন (ভিডিও)

আপডেট সময়: ০২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

এবারের ঈদে দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা। শাকিব খানের ‘রাজকুমার’ সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলীর ‘দেয়ালের দেশ’। সেই অচল সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলীর অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলীর সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’। সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। একদিকে শাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলী অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা।

দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরান খ্যাত নায়ক শরিফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলীর ‘দেয়ালের দেশ’ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং ৪টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলীর ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’। আরও চলছে ‘গর্জিলা’ ও ‘কাজলরেখা’।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলীর ‘দেয়ালের দেশ’ বড় সিনেমাগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও না কি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলীর অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা। গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমাই ভালো ব্যবসা করছে। আগের ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা বাণিজ্যিক সফলতা পায়। তাইতো সিনেমা হল মালিকদের প্রথম পছন্দই ছিল শাকিবের রাজকুমার। তবে সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে। কিন্তু মুক্তির পর সিনেমাটি হালে পানি পায়নি। বুবলী অভিনীত ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘মায়া-দ্য লাভ’ও সাড়া ফেলতে পারেনি।

১২৭ সিনেমা হলে মুক্তি পাওয়া রাজকুমারের কাছে ধরাশায়ী হচ্ছে ঈদের বাকি সিনেমাগুলো। যদিও জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটিও মাল্টিপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে। এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৩টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় ৪টি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে। অন্যদিকে শাকিববিহীন বুবলী একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করে যাচ্ছেন। এই ফ্লপ সিনেমার সুপারফ্লপ নায়িকা আর কতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন তা সময়ই বলে দেবে।