নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সর্বস্তরের জনগণ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, সাতক্ষীরা দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত। অনুমোদন পাওয়া সত্ত্বেও প্রকল্প বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই, যা হতাশাজনক। তারা জানান, ২৩ জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের শিক্ষক মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান। কর্মসূচিতে বিভিন্ন দলের ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, সাতক্ষীরা দেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, অথচ এখনো রেলবঞ্চিত। দ্রুত রেলপথ বাস্তবায়নের দাবি জানান তারা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে ছিলো ব্যাপক জনসমাগম।