আব্দুর রহমান: সাতক্ষীরার সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা, হিজলদী এবং চান্দুরিয়া বিওপির আওতাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির একটি টহল দল মজুমদার খাল ও চৌরঙ্গীর মাঠ এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ এবং কাকডাঙ্গা বিওপির দখলের মোড় থেকে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপি একই এলাকার ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপি আমবাগান এলাকা থেকে ৩৮ হাজার ৭০০ টাকার ভারতীয় শাড়ি ও আগরবাতি, পদ্মশাখরা বিওপি মন্দির মোড় থেকে ৬৯ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও বোরকা, সুলতানপুর বিওপি থেকে ৫২ হাজার ৫০০ টাকার ঔষধ, ভোমরা বিওপি সবুর পার্কিং এলাকা থেকে ৫১ হাজার ৭০০ টাকার পুরাতন মোবাইল, হিজলদী বিওপি শিশুতলা আমবাগান থেকে ২৮ হাজার টাকার পুরাতন মোবাইল, এবং চান্দুরিয়া বিওপি একই এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, “চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। এই ধরনের চোরাচালান শুধু দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করে না, বরং দেশের রাজস্ব আয়ের পথেও বড় বাধা সৃষ্টি করে।”
আটককৃত মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা করা হয়েছে। অন্যদিকে, ভারতীয় পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বিজিবির এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
রিপোর্টার 
























