সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা— খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত বাসের হেলপারের নাম মো. শাওন (৩০)। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।
আহতারা হলেন, নাঈম, নজরুল, অমিত, ফারজানা, রফিকুল, মুক্তা ও আলী হায়দার। আহত বাস যাত্রীদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা— খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের আগে ঢাকাগামী একটি পরিবহন দাঁড়িয়েছিল। সাতক্ষীরা অভিমুখি একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরিবহনের পিছন থেকে বের হওয়া ট্রলিকে সাইড দিতে গিয়ে ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।
এ সময় বাসটি উল্টে রাস্তার পর পড়ে যায় এবং ইজিবাইকটি ভেঙে দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এতে করে বাসের হেলপার শাওন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে সাতজন বাস যাত্রী।
সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত বলেন, এ ঘটনায় বাসের হেলপার শাওন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে সাতজন বাস যাত্রী।
রিপোর্টার 























