আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় লবণাক্ততার কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কিশোরীরা দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে। বিশেষত মাসিকের সময় নিরাপদ পানি না পাওয়া, কুসংস্কার, লজ্জা ও ভুল ধারণার কারণে তাদের ঝুঁকি আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলা ও কিশোরীদের সচেতন করতে একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ বছর ১২টি প্রশিক্ষণ আয়োজন করা হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুলিয়া ইউনিয়নের বিছট নিউ মডেল হাইস্কুলে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কিশোরী অংশ নেয়।
প্রশিক্ষণে মাসিককালীন পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটারি সামগ্রী ব্যবহারের উপকারিতা, ব্যবহারযোগ্য কাপড় ব্যবহারের নিয়ম, পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা এবং লবণাক্ত এলাকায় বিশুদ্ধ পানি ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
স্বাস্থ্যকর্মীরা জানান, উপকূলীয় এলাকায় মাসিক স্বাস্থ্য নিয়ে বহু ভুল ধারণা রয়েছে। অনেক কিশোরী লবণ পানি দিয়ে পরিষ্কার হয়—যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আজকের প্রশিক্ষণের মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে এই অভ্যাস সংক্রমণ ও জটিলতার কারণ হতে পারে। তারা এখন বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয়ে সচেতন হয়েছে- এটাই বড় সাফল্য।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল কুদ্দুস প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সময়ের দাবি। এমন উদ্যোগ শুধু কিশোরীদের নয়, পুরো সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।
কিশোরীরা জানায়, প্রশিক্ষণের পর তারা স্কুলে একটি কিশোরী ক্লাব চালু করেছে। এই ক্লাবের মাধ্যমে তারা মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়াচ্ছে স্কুল ও আশপাশের এলাকার কিশোরীদের মাঝে। তাদের মতে, আগে কিছু ধারণা থাকলেও কুসংস্কারের কারণে নিয়ম মেনে চলা কঠিন ছিল। এখন তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করছে। দিন শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়। উন্নয়ন সংস্থাটি ২০২৩ সাল থেকে আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছর তিন ইউনিয়নে মোট ১২টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন এনেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

আশাশুনিতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময়: ০৫:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় লবণাক্ততার কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কিশোরীরা দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে। বিশেষত মাসিকের সময় নিরাপদ পানি না পাওয়া, কুসংস্কার, লজ্জা ও ভুল ধারণার কারণে তাদের ঝুঁকি আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলা ও কিশোরীদের সচেতন করতে একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ বছর ১২টি প্রশিক্ষণ আয়োজন করা হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুলিয়া ইউনিয়নের বিছট নিউ মডেল হাইস্কুলে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কিশোরী অংশ নেয়।
প্রশিক্ষণে মাসিককালীন পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটারি সামগ্রী ব্যবহারের উপকারিতা, ব্যবহারযোগ্য কাপড় ব্যবহারের নিয়ম, পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা এবং লবণাক্ত এলাকায় বিশুদ্ধ পানি ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
স্বাস্থ্যকর্মীরা জানান, উপকূলীয় এলাকায় মাসিক স্বাস্থ্য নিয়ে বহু ভুল ধারণা রয়েছে। অনেক কিশোরী লবণ পানি দিয়ে পরিষ্কার হয়—যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আজকের প্রশিক্ষণের মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে এই অভ্যাস সংক্রমণ ও জটিলতার কারণ হতে পারে। তারা এখন বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয়ে সচেতন হয়েছে- এটাই বড় সাফল্য।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল কুদ্দুস প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সময়ের দাবি। এমন উদ্যোগ শুধু কিশোরীদের নয়, পুরো সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।
কিশোরীরা জানায়, প্রশিক্ষণের পর তারা স্কুলে একটি কিশোরী ক্লাব চালু করেছে। এই ক্লাবের মাধ্যমে তারা মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়াচ্ছে স্কুল ও আশপাশের এলাকার কিশোরীদের মাঝে। তাদের মতে, আগে কিছু ধারণা থাকলেও কুসংস্কারের কারণে নিয়ম মেনে চলা কঠিন ছিল। এখন তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করছে। দিন শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়। উন্নয়ন সংস্থাটি ২০২৩ সাল থেকে আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছর তিন ইউনিয়নে মোট ১২টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন এনেছে।