সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চর-বালিথা থেকে বহেরা পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ একটি সড়ক ভেঙে পড়ছে কলকাতা খালে। এতে ১২টি গ্রামের প্রায় শত শত পরিবার রয়েছে মারাত্মক ঝুঁকিতে।
স্থানীয়রা জানিয়েছেন, খালের মুখে আড়াআড়ি বাঁধ দেওয়ার ফলে জোয়ারের পানি বাড়ছে এবং দুই পাশের সড়ক ভাঙছে। এতে ফসলি জমি, ঘের ও ঘরবাড়ি হুমকিতে পড়েছে।
দ্রুত সংস্কার না হলে দেবহাটা, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সরকারের প্রকৌশলী রাজিউল্লাহ জানিয়েছেন, এলাকা পরিদর্শন করে এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন জানান, বাঁধ দেওয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে এবং সমাধানের উপায় খোঁজা হচ্ছে।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।