নতুন প্রকাশিত হেনলি পাসপোর্ট র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে নেমে এসেছে, যা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের হালনাগাদ তালিকায় বিশ্বের ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান এখন ১০০, যা গত জুলাইয়ের সূচকে ছিল ৯৪। এই পতন সত্ত্বেও, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই ৩৮টি দেশে (যা গত সূচকে ছিল ৩৯) ভ্রমণ করতে পারবেন।
এই ৩৮টি দেশের মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই-ভিসার সুবিধা রয়েছে, যার তালিকায় বাহামা, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং মোজাম্বিকের মতো দেশ ও অঞ্চল রয়েছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের, যার নাগরিকরা ভিসা ছাড়া ১৯৩টি দেশে যেতে পারেন।
























