নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবী নামের একদল দালাল সরানোর পর সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে ‘সাতক্ষীরা জেলাবাসী’ ব্যানারে এই কর্মসূচি হয়।
প্রকৃত ঘটনা উদ্ঘাটনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে অনেকেই সিভিল সার্জন ডা. আব্দুস সালাম ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহম্মেদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব বলেও দেখছেন।
সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা ও জেলার আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবীদের সরিয়ে দিয়েছেন। ‘এ কারণেই কিছু স্বার্থান্বেষী মহল ভাড়াটে লোকজন দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে,’ বলেন তিনি।
ডা. আব্দুস সালামের অভিযোগ, সদর হাসপাতালের আরএমও ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁর দাবি, স্বেচ্ছাসেবীরা ছিলেন আরএমওর পছন্দের লোক এবং তারা হাসপাতালে আসা রোগীদের তাঁর ব্যক্তিগত ক্লিনিক ‘হার্ট ফাউন্ডেশন’-এ পাঠাতেন। তিনি আরও বলেন, ‘৩০ সেপ্টেম্বর আরএমও আমার কার্যালয়ে এসে চরম অশোভন আচরণ ও গালাগাল করেন। বিষয়টি আমি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপরই ৬ অক্টোবর এই বিক্ষোভের আয়োজন করা হয়।’ সিভিল সার্জন বলেন, সাতক্ষীরায় যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছেন তিনি। ‘আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যদি কেউ মনে করেন, আমি অন্যায় করেছি, তাহলে তদন্ত হোক। আমি শাস্তি মেনে নেব। কিন্তু ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।’
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ বলেন, ‘হাসপাতালে আয়ুর্বেদ ও হোমিও ডাক্তার দিয়ে প্রতিদিন ৩০০ রোগী দেখানো নিয়ে আমার সঙ্গে সিভিল সার্জনের মতবিরোধ হয়। তবে কোনো মানববন্ধন বা বিক্ষোভের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’ তিনি আরও বলেন, ‘শাহ আলম নামের এক সাংবাদিকের সঙ্গে সিভিল সার্জনের ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করেই এই মানববন্ধন হয়ে থাকতে পারে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আমি সিভিল সার্জন অফিসে উপস্থিত ছিলাম।’
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা সিভিল সার্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- ৯১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





















