স্টাফ রিপোর্টার ঃ কালিগঞ্জ ভাগনীকে ধর্ষন মামলা প্রধান আসামী ঘাতক মামাকে আটক করেছে র্যাব-৬। আটক পলাতক আসামী কালিগঞ্জ মারকা গ্রামের মৃত অমুল্য বিশ্বাসের পুত্র জগন্নাথ বিশ্বাস (৫৮)। র্যাব-৬ সূত্রে জানাগেছে, ভিকটিম (১২) পাটকেলঘাটা থাকলেও পিতার মৃত্যুর পর মা মেয়ে অভাবের তাড়নায় মামার বাড়ী কালিগঞ্জ মারকা থাকতেন। এক পর্যায়ে ভাগনীর উপর মামার কুদৃষ্টি পড়ে। ধর্ষক সুযোগ খুজতে থাকে। একপর্যায়ে গত ১৬ জনু ২৪ নামযজ্ঞ দেখার সময় কৌশলে ভিকটিম কে নলতা ঘোনা নিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টায় ঘোনা বিলগুলের ব্রীজের উপর নির্জনে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। শুধু তাই নয় একাধিক বার ভিকটিমকে কৌশলে ধর্ষন করে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। অনেক পরে বিষয়টি মাকে জানালে মা বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে আসামী অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে আত্মগোপন করে। পরে র্যাব-৬ সিপিসি-৪ সাতক্ষীরা অভিযান চালিয়ে গতকাল যশোর কোতোয়ালি চাঁচড়া এলাকা তেকে তাকে আটক করে। আটককৃত আসামীকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
র্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী জগন্নাথ আটক
- রিপোর্টার
- আপডেট সময়: ০৫:৪৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- ৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ