সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নীরিহ মানুষকে লাঞ্চিত করার প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার সিইও কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নির্যাতনের ঘটনায় করা ফৌজদারি মামলার পলাতক আসামি নাজিম উদ্দীনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, উদীচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, আহসানুর রহমান রাজিবসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বক্তারা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীনের বিরুদ্ধে মানববন্ধন
- রিপোর্টার
- আপডেট সময়: ০৫:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- ১১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ