আব্দুর রহমান: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সহকারী কমিশনার ইসতিয়াক আহমেদ অপু, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব রিয়াজুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন সেমন্তী আদি সুদীপ্তা। অনুষ্ঠানে লোক নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিশুদের সুস্থ বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নাচ, গান, নাটক ও সাহিত্য চর্চার মাধ্যমে শিশুরা যেমন নিজেদের প্রকাশ করতে শেখে, তেমনি গড়ে ওঠে একটি মানবিক সমাজ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বিশ্ব শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























