সাতক্ষীরা সংবাদদাতা: ‘জুলাই সনদের আইনি ভিত্তি’সহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকালে এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ—এই ৫ দাবি গণমানুষের মুক্তির দাবি।”
তিনি বলেন, “এই দাবিগুলো বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।”
খুলনারোড মোড়ে মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক। কোর্টসংলগ্ন সড়কে সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং তুফানমোড়ে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বক্তব্য রাখেন।
মাওলানা আজিজুর রহমান বলেন, “হাজারো মানুষ সড়কে দাঁড়িয়ে দাবি জানাচ্ছে। সরকার যদি জনগণের ভাষা না বোঝে, তবে জনগণের ভাষায়ই দাবি আদায় করা হবে।”
অধ্যাপক ওমর ফারুক বলেন, “জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে রাজনীতি করে। ৫ আগস্ট পরবর্তী ক্ষমতাসীন গোষ্ঠীর সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। জনগণ এখন সজাগ। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না।”
বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে জনগণ ও সরকার বুঝতে পারবে কারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পথ রুদ্ধ হবে। তাই ষড়যন্ত্র করে এটি ঠেকানোর চেষ্টা চলছে।”
রিপোর্টার 























