আজ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা থানায় হামলার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ ও ফাঁকা গুলি Logo যশোরে ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ যুবক আটক Logo মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ Logo সাতক্ষীরায় কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া Logo কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল Logo সাতক্ষীরায় কোটা আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে Logo বেনা‌পো‌লে ঘোষণা বহির্ভূত ১৫ হাজার ৭৫০ কেজি সালফিউরিক এসিড জব্দ Logo ‘বাবাকে হত্যা করেছি আমাকে গ্রেপ্তার করুন’ Logo সাতক্ষীরায় দুই রোহিঙ্গা নারীসহ মানব পাচারকারী আটক Logo প্রশ্নফাঁসে জড়িত কুমিল্লার সোহেলের বোন শিক্ষা অফিসার, ভাবি শিক্ষক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ। শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা থানায় হামলার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ ও ফাঁকা গুলি

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ। শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।