আজ রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo থার্টিফার্স্ট নাইট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা Logo কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ Logo দৈনিক একুশের বাণী পত্রিকার ব্যুরোচিফ হিসেবে নিয়োগ পেলেন শহিদুল আলম Logo সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত Logo নলতায় প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবক আটক; মোটা অংকের টাকায় রফাদফা Logo এডাব জেলা কমিটির বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন Logo ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৬টি হনুমান Logo ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরার কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ। শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

থার্টিফার্স্ট নাইট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ। শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।