আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৬টি হনুমান Logo ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরার কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা Logo তালায় জমি লিখে না দেওয়ার প্রভাবশালী কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন Logo ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ Logo মাদক সেবনে বাঁধা দেওয়ায় মা ও ছেলেকে কুপিয়ে জখম Logo তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা! Logo সাতক্ষীরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা Logo কৃষিতে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার হ্রাসকরণের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

বিদায়ী ম্যাচে স্টেডিয়াম ভর্তি সমর্থকদের বিয়ার খাওয়ালেন রয়েস

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

গতকালই যে ক্লাবের হয়ে পুরো ফুটবল ক্যারিয়ার খেলেছেন সেই জার্সি আর ক্লাবকে বিদায় বলে দিয়েছেন জার্মান তারকা মার্কো রয়েস। বুন্দেলিগার ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে এক যুগ ধরে খেলার পর অবশেষে ডর্টমুন্ড ক্যারিয়ারের ইতি টানলেন রয়েস। ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ ম্যাচে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। পুরো স্টেডিয়াম ভর্তি বুরুশিয়া ভক্তদের জন্য বিয়ার কিনে দিয়েছেন তিনি। শনিবার (১৮ মে) বুরুশিয়া ডর্টমুন্ডের কিংবদন্তি মার্কো রয়েস তার ক্লাবের হয়ে শেষ বুন্দেসলিগা খেলায় উপস্থিত প্রায় সকল ভক্তদের জন্য বিয়ার কিনেছেন। অবশ্য শুধু বিয়ার কিনে দিয়েই নয় ডর্টমুন্ডের মাঠে নিজের শেষ ম্যাচটি একটি গোল ও অ্যাসিস্ট করেও স্মরণীয় করে রাখলেন ৩৪ বছর বয়সী এই জার্মান। রয়েসের এই উদ্যোগ অবশ্য পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বিয়ার কিনে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানান, “এটি পূর্ব পরিকল্পিত ছিল একেবারে নিখুঁত একটি পরিকল্পনা, আমি ডর্টমুন্ড সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ।”

উল্লেখ্য ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে রয়েসের শেষ ম্যাচে ৮১,০০০ এরও বেশি সমর্থক মাঠে উপস্থিত ছিল। যদিও সবাই আইনত বিয়ার পান করার বয়সের ছিল না তবে নিশ্চিতভাবেই অনেক সমর্থক তাদের বিদায়ী অধিনায়কের উদার প্রস্তাবের সুযোগ নিয়েছেন। বুরুশিয়া ডর্টমুন্ড সোশ্যাল মিডিয়া এক্সে রয়েসের সই করা একটি নোট পোস্ট করে। যেখানে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “সবকিছুর জন্য ধন্যবাদ! বিদায় বিয়ার আমার তরফ থেকে” শেষে একটি হাসিমুখ একে তিনি লিখেন আপনাদেরর মার্কো। রয়েস সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ পারফরম্যান্সে ৩৮তম মিনিটে একটি চমকপ্রদ ফ্রি কিক থেকে গোল এবং বুরুশিয়ার করা চার গোলের প্রথমটিতে অ্যাসিস্ট করেন। তাই সেক্ষেত্রে জার্মান এই তারকার জন্য নিখুঁত বিদায় ছিল এটি।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেহল রয়েসের বিদায় সম্পর্কে বলেন, “আপনি এটি আর কোনো সুন্দরভাবে কল্পনা করতে পারবেন না তবে এটি একটি নিখুঁত বিদায় হবে যদি আমরা তাকে আবার দুই সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট দিতে পারি। সুতরাং এটি এখানে তার শেষ কাজ ছিল, তবে আমার বিশ্বাস আরেকটি আসতে চলেছে। আমরা ওয়েম্বলিতে একটি ভালো কিছুর আশা নিয়েই যাবো।” ডর্টমুন্ড আগামী ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। রয়েস, যিনি ডর্টমুন্ডের সাথে দুবার জার্মান কাপ জিতেছেন এবং ২০১২ এবং ২০১৯ সালে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি চাইবেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যুক্ত করে ডর্টমুন্ডকে বিদায় বলতে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৬টি হনুমান

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বিদায়ী ম্যাচে স্টেডিয়াম ভর্তি সমর্থকদের বিয়ার খাওয়ালেন রয়েস

আপডেট সময়: ০১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

গতকালই যে ক্লাবের হয়ে পুরো ফুটবল ক্যারিয়ার খেলেছেন সেই জার্সি আর ক্লাবকে বিদায় বলে দিয়েছেন জার্মান তারকা মার্কো রয়েস। বুন্দেলিগার ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে এক যুগ ধরে খেলার পর অবশেষে ডর্টমুন্ড ক্যারিয়ারের ইতি টানলেন রয়েস। ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ ম্যাচে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। পুরো স্টেডিয়াম ভর্তি বুরুশিয়া ভক্তদের জন্য বিয়ার কিনে দিয়েছেন তিনি। শনিবার (১৮ মে) বুরুশিয়া ডর্টমুন্ডের কিংবদন্তি মার্কো রয়েস তার ক্লাবের হয়ে শেষ বুন্দেসলিগা খেলায় উপস্থিত প্রায় সকল ভক্তদের জন্য বিয়ার কিনেছেন। অবশ্য শুধু বিয়ার কিনে দিয়েই নয় ডর্টমুন্ডের মাঠে নিজের শেষ ম্যাচটি একটি গোল ও অ্যাসিস্ট করেও স্মরণীয় করে রাখলেন ৩৪ বছর বয়সী এই জার্মান। রয়েসের এই উদ্যোগ অবশ্য পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বিয়ার কিনে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানান, “এটি পূর্ব পরিকল্পিত ছিল একেবারে নিখুঁত একটি পরিকল্পনা, আমি ডর্টমুন্ড সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ।”

উল্লেখ্য ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে রয়েসের শেষ ম্যাচে ৮১,০০০ এরও বেশি সমর্থক মাঠে উপস্থিত ছিল। যদিও সবাই আইনত বিয়ার পান করার বয়সের ছিল না তবে নিশ্চিতভাবেই অনেক সমর্থক তাদের বিদায়ী অধিনায়কের উদার প্রস্তাবের সুযোগ নিয়েছেন। বুরুশিয়া ডর্টমুন্ড সোশ্যাল মিডিয়া এক্সে রয়েসের সই করা একটি নোট পোস্ট করে। যেখানে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “সবকিছুর জন্য ধন্যবাদ! বিদায় বিয়ার আমার তরফ থেকে” শেষে একটি হাসিমুখ একে তিনি লিখেন আপনাদেরর মার্কো। রয়েস সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ পারফরম্যান্সে ৩৮তম মিনিটে একটি চমকপ্রদ ফ্রি কিক থেকে গোল এবং বুরুশিয়ার করা চার গোলের প্রথমটিতে অ্যাসিস্ট করেন। তাই সেক্ষেত্রে জার্মান এই তারকার জন্য নিখুঁত বিদায় ছিল এটি।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেহল রয়েসের বিদায় সম্পর্কে বলেন, “আপনি এটি আর কোনো সুন্দরভাবে কল্পনা করতে পারবেন না তবে এটি একটি নিখুঁত বিদায় হবে যদি আমরা তাকে আবার দুই সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট দিতে পারি। সুতরাং এটি এখানে তার শেষ কাজ ছিল, তবে আমার বিশ্বাস আরেকটি আসতে চলেছে। আমরা ওয়েম্বলিতে একটি ভালো কিছুর আশা নিয়েই যাবো।” ডর্টমুন্ড আগামী ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। রয়েস, যিনি ডর্টমুন্ডের সাথে দুবার জার্মান কাপ জিতেছেন এবং ২০১২ এবং ২০১৯ সালে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি চাইবেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যুক্ত করে ডর্টমুন্ডকে বিদায় বলতে।