অনেকটা জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গৌরবময় উৎসব কান ফিল্ম ফেস্টিভালের। তামাম দুনিয়ার বাঘা বাঘা তারকা ও নির্মাতা এবং কলাকুশলীরা প্রতি বছর উন্মুখ হয়ে থাকেন দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান সমুদ্র সৈকতে হাজির হওয়ার জন্য। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম। বিশ্বের অন্যান্য দেশের মতো গত কয়েক বছর ধরে বাংলাদেশের তারকাদেরও আনাগোনা লক্ষ্য করা যায় এই মহা আয়োজনে। তিন বছর আগে আঁ সার্তে রিগায় প্রতিযোগিতা করেছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। কানের ফিল্মবাজার ‘মার্শে দ্যু ফিল্ম’-এ সারা দুনিয়ার চলচ্চিত্র জগতের মানুষ নিজেদের প্রজেক্ট নিয়ে হাজির হয়। বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে অনেকেই সেখানে অংশ নিয়েছেন। এবার সে রকম কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কানসৈকতে হাজির হয়ে নজর কেড়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো ছবি নিয়ে নয়, ‘ভয়ঙ্কর সুন্দর’ অভিনেত্রী সেখানে হাজির হয়েছেন নিজ উদ্যোগে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কানে নজর কাড়লেন ভাবনা
- রিপোর্টার
- আপডেট সময়: ১২:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- ১০২ বার পড়া হয়েছে
গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা যাচ্ছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত। তবে অভিনেত্রী হিসেবে এখানে যে আসতে পেরেছি এটা অনেক আনন্দের।’
তিনি বলেন, ‘আমার এ আসার পেছনে কাউকে ধন্যবাদ দিতে হবে না। এ কারণে আমি গর্বিত। আবেদন করার পর সব কাগজপত্র দেখে আমাকে দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।’ ভাবনা আরও বলেন, ‘এখানে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক-প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। সারা দুনিয়ার চলচ্চিত্র বাজার কত বড় তার একটা ধারণা হচ্ছে আমার। আমার অভিনয় করার স্পৃহাটা আরও বাড়ছে।’ বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভাল ডি কান।’
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ