আজ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা থানায় হামলার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ ও ফাঁকা গুলি Logo যশোরে ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ যুবক আটক Logo মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ Logo সাতক্ষীরায় কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া Logo কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল Logo সাতক্ষীরায় কোটা আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে Logo বেনা‌পো‌লে ঘোষণা বহির্ভূত ১৫ হাজার ৭৫০ কেজি সালফিউরিক এসিড জব্দ Logo ‘বাবাকে হত্যা করেছি আমাকে গ্রেপ্তার করুন’ Logo সাতক্ষীরায় দুই রোহিঙ্গা নারীসহ মানব পাচারকারী আটক Logo প্রশ্নফাঁসে জড়িত কুমিল্লার সোহেলের বোন শিক্ষা অফিসার, ভাবি শিক্ষক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে। কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’ কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র। নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা থানায় হামলার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ ও ফাঁকা গুলি

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

আপডেট সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে। কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’ কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র। নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।