কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হয়েছেন জামালপুরের আলমগীর আকন্দ (২৮)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনিপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় আড়াই মাস হয়ে গেলেও আলমগীরের খোঁজ পাচ্ছে না তার পরিবার। পরিবারের বড় ছেলের নিখোঁজের খবর জানার পর থেকেই দিশেহারা আলমগীরের বাবা জামির আলী আকন্দ ও মা আনোয়ারা বেগম। সন্তানের জন্য আলমগীরের মা আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন।
জানা গেছে, ৬ বছর আগে ২০১৮ সালে মালয়েশিয়া পাড়ি জমান আলমগীর। সেখানে প্রথমে পামওয়েল কোম্পানিতে কাজ করলেও ১ বছর পর একটি কৃষি খামারের ট্রাক্টর চালাতেন। কথা ছিল চলতি ঈদুল আজহার পর এ বছর ছুটিতে এসে বিয়ে করবেন। সরজমিন গিয়ে দেখা যায়, আলমগীরের মা আনোয়ারা বেগম ছেলের নিখোঁজের সংবাদ শোনার পর কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তার বাবা জামির আলী আকন্দ কান্নাকণ্ঠে কালবেলাকে বলেন, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। সে কোথায় আছে, কী অবস্থায় আছে বা নেই তা জানতে চাই। ছেলের সন্ধান দিতে আমি সরকারের কাছে আবেদন জানাই। গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু বলেন, শুনেছি আমার ইউনিয়নের বাসিন্দা আলমগীর আকন্দ মালয়েশিয়ায় গিয়ে ২ মাস ধরে নিখোঁজ ধরে। আমি মিডিয়ার মাধ্যমে নিখোঁজ আলমগীরের সন্ধান দাবি করছি।