আজ রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

উচ্ছ্বাসে ভাসছেন নুসরাত ফারিয়া

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

বহুমাত্রিক প্রতিভার নাম নুসরাত ফারিয়া। একই সঙ্গে গান, অভিনয় মডেলিং সবকিছুতেই সমান ব্যস্ততা তার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো শো শেষ করলেন। বর্তমানে এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। সেখান থেকেই তিনি জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। দুটো স্টেজ শোতেই খুব ভালো রেসপন্স।’ ফারিয়া বলেন, ‘আমার এই অডিয়েন্স এক দিনে তৈরি হয়নি। একটু একটু করেই তৈরি করেছি। আমি কমপ্লিট পারফর্মার হিসেবেই কাজ করার চেষ্টা করি। এবারের অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি দুটি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি। একটা হলভর্তি ভালো অডিয়েন্স যেকোনো পারফর্মারের জন্য অনেক আনন্দের। অস্ট্রেলিয়াবাসী সেই কাজটিই করল।’ টালিউড, ঢালিউড দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এর মধ্যে অত্যাধিক কাজের চাপে নিজেও খানিক অসুস্থ হয়ে হাসপাতালে যান। ফারিয়া বলেন, ‘ক্যারিয়ারে নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই। সে কারণেই নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখি। মাঝে বাবার সেকেন্ড স্ট্রোকটা সত্যিই এলোমেলো করে দেয়। এখন অনেকটা ভালো। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়ায় এবারের শোতে সহশিল্পী জায়েদ খানকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সব সময় আলোচনায় থাকতে চাওয়া জায়েদ খান ও তার ডিগবাজি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজকদের এই কৌতূহলের কারণে অস্ট্রেলিয়ার শো নিয়েও নানান মুখরোচক আলোচনা তৈরি হয়েছে। এই শোয়ের ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় সিডনি অপেরার সামনে একই ছাতার নিচে নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ছবিটি নিয়ে নেটিজেনরা নানান আলোচনায় মুখর হন কমেন্ট বক্সে। ফারিয়া বলেন, ‘আমরা সিডনি শোয়ের প্রমোশনের জন্য ছবিটা পোস্ট করি। আর জায়েদ খান সম্পর্কে বলব। উনি আমার বড় ভাই এবং খুব ভালো মনের মানুষ।’

অস্ট্রেলিয়া শো শেষ করে নুসরাত ফারিয়া দেশে ফিরবেন ১০ মে। এসেই আপকামিং ছবির কাজ ও প্রচারণায় অংশ নেবেন। সামনে তার ‘ফুটবল ৭১’ ও ‘রকস্টার’ নামে দুটি ছবি মুক্তি পাচ্ছে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উচ্ছ্বাসে ভাসছেন নুসরাত ফারিয়া

আপডেট সময়: ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

বহুমাত্রিক প্রতিভার নাম নুসরাত ফারিয়া। একই সঙ্গে গান, অভিনয় মডেলিং সবকিছুতেই সমান ব্যস্ততা তার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো শো শেষ করলেন। বর্তমানে এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। সেখান থেকেই তিনি জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। দুটো স্টেজ শোতেই খুব ভালো রেসপন্স।’ ফারিয়া বলেন, ‘আমার এই অডিয়েন্স এক দিনে তৈরি হয়নি। একটু একটু করেই তৈরি করেছি। আমি কমপ্লিট পারফর্মার হিসেবেই কাজ করার চেষ্টা করি। এবারের অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি দুটি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি। একটা হলভর্তি ভালো অডিয়েন্স যেকোনো পারফর্মারের জন্য অনেক আনন্দের। অস্ট্রেলিয়াবাসী সেই কাজটিই করল।’ টালিউড, ঢালিউড দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এর মধ্যে অত্যাধিক কাজের চাপে নিজেও খানিক অসুস্থ হয়ে হাসপাতালে যান। ফারিয়া বলেন, ‘ক্যারিয়ারে নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই। সে কারণেই নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখি। মাঝে বাবার সেকেন্ড স্ট্রোকটা সত্যিই এলোমেলো করে দেয়। এখন অনেকটা ভালো। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়ায় এবারের শোতে সহশিল্পী জায়েদ খানকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সব সময় আলোচনায় থাকতে চাওয়া জায়েদ খান ও তার ডিগবাজি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজকদের এই কৌতূহলের কারণে অস্ট্রেলিয়ার শো নিয়েও নানান মুখরোচক আলোচনা তৈরি হয়েছে। এই শোয়ের ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় সিডনি অপেরার সামনে একই ছাতার নিচে নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ছবিটি নিয়ে নেটিজেনরা নানান আলোচনায় মুখর হন কমেন্ট বক্সে। ফারিয়া বলেন, ‘আমরা সিডনি শোয়ের প্রমোশনের জন্য ছবিটা পোস্ট করি। আর জায়েদ খান সম্পর্কে বলব। উনি আমার বড় ভাই এবং খুব ভালো মনের মানুষ।’

অস্ট্রেলিয়া শো শেষ করে নুসরাত ফারিয়া দেশে ফিরবেন ১০ মে। এসেই আপকামিং ছবির কাজ ও প্রচারণায় অংশ নেবেন। সামনে তার ‘ফুটবল ৭১’ ও ‘রকস্টার’ নামে দুটি ছবি মুক্তি পাচ্ছে।