আজ শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ Logo কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা Logo দেবহাটায় ১০ হাজার কেজি ক্যামিকেল মিশ্রিত আম জব্দ, জরিমানা আদায় Logo সাতক্ষীরায় ইদুর মারতে নিজের ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু Logo মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার, যুবক আটক Logo প্রতিকূল পরিস্থিতিতেও বাগদা চিংড়ি থেকে রপ্তানি আয় বেড়েছে Logo সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ মেট্রিক টন আম বিনষ্ট Logo নারী আম্পায়ার ইস্যুতে এবার প্রশ্ন তুললেন সুজন Logo লালন সঙ্গীতের অপব্যাখ্যা করে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ নারীপক্ষের Logo তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বকাপে যাচ্ছে ভারত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

কিছুদিন আগেই যৌন নিপীড়নের এক ঘটনায় পুরো ইংলিশ ফুটবলে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইংলিশ ফুটবলে ধর্ষণ কাণ্ড। এবার ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই তরুণ ফুটবলারকে গ্রেপ্তার করেছে ইংল্যান্ডের পুলিশ। একই ক্লাবে খেলা গ্রেপ্তারকৃত দুই ফুটবলারেরই বয়স ১৯ বছর। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি। গ্রেপ্তার করা দুই ফুটবলারকেই রাতভর জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালু রেখেছে পুলিশ। ইংলিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি গত শুক্রবার ঘটে। ঘটনার পর পুলিশের কাছে ভুক্তভোগী অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিপীড়ন ও ধর্ষণে সহায়তার প্রথমে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তার নিজ ক্লাব স্টেডিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ধারণা নিকৃষ্ট ঘটনাটি ক্লাব স্টেডিয়াপমেই ঘটানো হয়েছে

পরের দিন একই অভিযোগে আরেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই পরে জামিন মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। দুজনেই পুলিশি জামিনে মুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ঘটনা পুলিশের হাতে থাকায় দুই ফুটবলারকে গ্রেপ্তারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের ক্লাব। যেহেতু স্টেডিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে খেলা লুটন টাউন, শেফিল্ড ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ফুলহামের কোন খেলোয়াড় এই নিকৃষ্টতম কাজটি করেছেন। এর আগে এ মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের এক ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্তাধীন এই ফুটবলারের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।

এছাড়া ধর্ষণ ও নিপীড়ন অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করে নিলে মুক্তি পান ইংলিশ ফুটবলার। তবে ম্যানইউর হয়ে আর খেলা হয়নি তার। সমর্থকগোষ্ঠীর তোপের মুখে তাকে এই মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে যেতে হয়েছে। এর আগে ২০২১ সালে ধর্ষণ মামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল ম্যানসিটির লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও। তবে ২০২৩ এর শেষদিকে সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

আপডেট সময়: ১১:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কিছুদিন আগেই যৌন নিপীড়নের এক ঘটনায় পুরো ইংলিশ ফুটবলে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইংলিশ ফুটবলে ধর্ষণ কাণ্ড। এবার ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই তরুণ ফুটবলারকে গ্রেপ্তার করেছে ইংল্যান্ডের পুলিশ। একই ক্লাবে খেলা গ্রেপ্তারকৃত দুই ফুটবলারেরই বয়স ১৯ বছর। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি। গ্রেপ্তার করা দুই ফুটবলারকেই রাতভর জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালু রেখেছে পুলিশ। ইংলিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি গত শুক্রবার ঘটে। ঘটনার পর পুলিশের কাছে ভুক্তভোগী অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিপীড়ন ও ধর্ষণে সহায়তার প্রথমে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তার নিজ ক্লাব স্টেডিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ধারণা নিকৃষ্ট ঘটনাটি ক্লাব স্টেডিয়াপমেই ঘটানো হয়েছে

পরের দিন একই অভিযোগে আরেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই পরে জামিন মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। দুজনেই পুলিশি জামিনে মুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ঘটনা পুলিশের হাতে থাকায় দুই ফুটবলারকে গ্রেপ্তারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের ক্লাব। যেহেতু স্টেডিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে খেলা লুটন টাউন, শেফিল্ড ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ফুলহামের কোন খেলোয়াড় এই নিকৃষ্টতম কাজটি করেছেন। এর আগে এ মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের এক ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্তাধীন এই ফুটবলারের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।

এছাড়া ধর্ষণ ও নিপীড়ন অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করে নিলে মুক্তি পান ইংলিশ ফুটবলার। তবে ম্যানইউর হয়ে আর খেলা হয়নি তার। সমর্থকগোষ্ঠীর তোপের মুখে তাকে এই মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে যেতে হয়েছে। এর আগে ২০২১ সালে ধর্ষণ মামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল ম্যানসিটির লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও। তবে ২০২৩ এর শেষদিকে সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি।