ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবিটি দেশের সাতটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ঈদে মুক্তি পাওয়া অন্যান্য ছবির মতো দর্শকের প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমাটিও। বিশেষ করে ‘লিপস্টিক’ ছবির গল্প, নির্মাণ ও আদর-পূজার রসায়নের প্রশংসা করছেন দর্শকরা। এর আগে, ছবিটির গান ও ট্রেলার মুক্তির পর ঈদে অনেক ছবির ভীড়ে এই ছবিটিও দেখার আগ্রহ প্রকাশ করেন দর্শক। এখন মুক্তির পর সেই চিত্রই দেখা যাচ্ছে সিনেমা হলগুলোতে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল ঈদের দিন ও আজ ঈদের দ্বিতীয় দিনেও দর্শক টানছে ছবিটি। চিত্রনায়ক আদর আজাদ সিনেমাটি নিয়ে আগেই বলেছিলেন, ছবির গল্প দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। এর ফাইটগুলোও দূর্দান্ত হয়েছে। যেভাবে গল্পটা এগিয়েছে তাতে পুরোপুরি রোমান্টিক না, বলা যায় রোমান্টিক থ্রিলার। সিনেমাটি দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। সিনেমাটিতে আদর-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বরদা মিঠুন, নাদের চৌধুরী, শিবলু মৃধা প্রমুখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
প্রশংসায় আদর-পূজার লিপস্টিক
- রিপোর্টার
- আপডেট সময়: ০১:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- ৭২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ