আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ শীর্ষক সভা  Logo বেপরোয়া লুটপাট-চাঁদাবাজি; কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুলের বাড়ি থেকে ব্যবসায়ী তন্ময় মন্ডলের মোটরসাইকেল উদ্ধার Logo সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত, ঘাতক আটক Logo ভাদ্রের বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসি, ডুবছে নতুন নতুন এলাকা Logo দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার Logo চুমকি হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান আসামীসহ ৬ জন আটক Logo একমাসে ১৯৮টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে : ড. ইউনূস Logo ৫৭ পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫৪ Logo ভারতে পাচারের সময় সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ Logo তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

শাকিব ছাড়া দ্বিতীয় পুরুষকে ভাবতে পারছি না : বুবলী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

এবারের ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা ‘মায়া’ এবং ‘দেয়ালের দেশ’। উভয় ছবি নিয়েই প্রচারণার কাজে ব্যস্ত আছেন নায়িকা। ৯ এপ্রিল (মঙ্গলবার) একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমা দুটির বিষয়ে কথা বলেছেন বুবলী। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে তার সঙ্গে শাকিব খানের সম্পর্কের বিষয়টিও। শাকিব-বুবলীর দাম্পত্যকলহ এখনো চলমান। এই নায়িকার সঙ্গে রিল কিংবা ‍রিয়েল লাইফে কোনোপ্রকার সম্পর্ক রাখবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব। তাই যার যার মতো আদালাভাবে কাজ করে চলেছেন এই দুই তারকা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে বুবলীর সিনেমোর পাশাপাশি মুক্তি পেতে চলেছে শাকিবের সিনেমা ‘রাজকুমার’। অনুষ্ঠানে ‘রাজকুমার’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমার মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রথমত আমি বলতে চাই, এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। শাকিব খানের সিনেমা হল বেশি পাবে, সেটাই স্বাভাবিক। আমার মনে হয়, সবাই সব কটি সিনেমাই দেখুক।’ এর আগে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মধ্যে শাকিবের কোন লুকটি পছন্দ, এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আমার কাছে ‘প্রিয়তমা’র লুকই বেশি পছন্দ হয়েছিল। তাকে দাড়িতে খুব ভালো লাগে। আমি অনেকবার বলেছি।’

শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, এই প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘ভালোবাসা আগের মতো আছে কি না, জানি না। তবে শাকিবকে ভালোবাসি। মায়া আগের মতোই আছে। যদিও কিছু অভিমান থাকে। আমাদের দুজনের মধ্যে আলোচনা হয় না বলেই অনেক ভুল-বোঝাবুঝি হয়। বাইরের লোকেদের কথা শুনে আপন মানুষের সঙ্গে আলোচনা না করেই প্রতিক্রিয়া দেখান তিনি। এভাবেই কী বাকি জীবন কাটিয়ে দেবেন বুবলী? জবাবে নায়িকা বলেন, ‘আর কোনো প্রেম ও সম্পর্ক আমার ধারেকাছে কোনোদিনই ভিড়তে পারবে না; বিয়ে-প্রেম—এসব নিয়ে আর কখনোই ভাবতে পারব না আমি। আমি শুধু আমার কাজ ও সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত কোনোদিনই বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারি না। এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।’ এর আগে কথা উঠেছিল, বুবলী যে শাকিবের স্ত্রী, এর কোনো প্রমাণ নেই। সমালোচকদের এমন মন্তব্যের জবাবে নায়িকা বলেন, ‘আমাদের বিয়ে পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে সংসার ছিল আমাদের। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। যা ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’

বিয়ের মোহরানার বিষয়ে বুবলী বলেন, ‘বিয়ের কিছুদিন পরই শাকিব মোহরানা শোধ করে দিয়েছেন। বিয়ের পর তাজমহল ও আজমির শরিফে যাওয়া হয়েছে’। অনুষ্ঠানে ‘দেয়ালের দেশ’ সিনেমার বিষয়ে বুবলী বলেন, ‘পুরো ছবিটিই ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। আমরা চাই, দর্শক সিনেমা হলে গিয়েই গল্পটা জানুক। এই থ্রিল, রোমান্স হাহাকার—সব মিলেমিশে একাকার হয়েছে ‘দেয়ালের দেশ- সিনেমায়।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ শীর্ষক সভা 

শাকিব ছাড়া দ্বিতীয় পুরুষকে ভাবতে পারছি না : বুবলী

আপডেট সময়: ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

এবারের ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা ‘মায়া’ এবং ‘দেয়ালের দেশ’। উভয় ছবি নিয়েই প্রচারণার কাজে ব্যস্ত আছেন নায়িকা। ৯ এপ্রিল (মঙ্গলবার) একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমা দুটির বিষয়ে কথা বলেছেন বুবলী। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে তার সঙ্গে শাকিব খানের সম্পর্কের বিষয়টিও। শাকিব-বুবলীর দাম্পত্যকলহ এখনো চলমান। এই নায়িকার সঙ্গে রিল কিংবা ‍রিয়েল লাইফে কোনোপ্রকার সম্পর্ক রাখবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব। তাই যার যার মতো আদালাভাবে কাজ করে চলেছেন এই দুই তারকা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে বুবলীর সিনেমোর পাশাপাশি মুক্তি পেতে চলেছে শাকিবের সিনেমা ‘রাজকুমার’। অনুষ্ঠানে ‘রাজকুমার’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমার মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রথমত আমি বলতে চাই, এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। শাকিব খানের সিনেমা হল বেশি পাবে, সেটাই স্বাভাবিক। আমার মনে হয়, সবাই সব কটি সিনেমাই দেখুক।’ এর আগে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মধ্যে শাকিবের কোন লুকটি পছন্দ, এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আমার কাছে ‘প্রিয়তমা’র লুকই বেশি পছন্দ হয়েছিল। তাকে দাড়িতে খুব ভালো লাগে। আমি অনেকবার বলেছি।’

শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, এই প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘ভালোবাসা আগের মতো আছে কি না, জানি না। তবে শাকিবকে ভালোবাসি। মায়া আগের মতোই আছে। যদিও কিছু অভিমান থাকে। আমাদের দুজনের মধ্যে আলোচনা হয় না বলেই অনেক ভুল-বোঝাবুঝি হয়। বাইরের লোকেদের কথা শুনে আপন মানুষের সঙ্গে আলোচনা না করেই প্রতিক্রিয়া দেখান তিনি। এভাবেই কী বাকি জীবন কাটিয়ে দেবেন বুবলী? জবাবে নায়িকা বলেন, ‘আর কোনো প্রেম ও সম্পর্ক আমার ধারেকাছে কোনোদিনই ভিড়তে পারবে না; বিয়ে-প্রেম—এসব নিয়ে আর কখনোই ভাবতে পারব না আমি। আমি শুধু আমার কাজ ও সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত কোনোদিনই বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারি না। এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।’ এর আগে কথা উঠেছিল, বুবলী যে শাকিবের স্ত্রী, এর কোনো প্রমাণ নেই। সমালোচকদের এমন মন্তব্যের জবাবে নায়িকা বলেন, ‘আমাদের বিয়ে পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে সংসার ছিল আমাদের। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। যা ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’

বিয়ের মোহরানার বিষয়ে বুবলী বলেন, ‘বিয়ের কিছুদিন পরই শাকিব মোহরানা শোধ করে দিয়েছেন। বিয়ের পর তাজমহল ও আজমির শরিফে যাওয়া হয়েছে’। অনুষ্ঠানে ‘দেয়ালের দেশ’ সিনেমার বিষয়ে বুবলী বলেন, ‘পুরো ছবিটিই ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। আমরা চাই, দর্শক সিনেমা হলে গিয়েই গল্পটা জানুক। এই থ্রিল, রোমান্স হাহাকার—সব মিলেমিশে একাকার হয়েছে ‘দেয়ালের দেশ- সিনেমায়।