ভারতে পাচারের সময় কোটি টাকার ১ কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী ওসমান মোড় এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়। জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া জানান, বুধবার রাতে বিরামপুরের ওসমান মোড় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২৯ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ১ কেজি সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এই বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলেও জানান তিনি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ভারতে পাচারের সময় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
- রিপোর্টার
- আপডেট সময়: ১২:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- ১৪১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ