সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে সাতক্ষীরার ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। সোমবার সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনের উপলক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা ও গত ২৭ মার্চ বুধবার জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে পরিবহন কাউন্টার গুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও আগত যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মনিটারিং
- রিপোর্টার
- আপডেট সময়: ০৪:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- ৩৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ