মায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন পূজা। তবুও ছবির প্রচারে নামতে হয়েছে তাকে। কারণ এই নায়িকা মনে করেন, অভিনয় তার পেশা। যেখানে সফল হলে প্রয়াত মা খুশি হবেন। পূজা বলেন, ‘এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার; বিষয়টি যেমন আনন্দের তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবেন। তাই তার স্বপ্নপূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।’ অভিনেত্রী বলেন, ‘আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারের সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ ও শপিং নেই। সিনেমার প্রচারে বের হব। এরপর আবার বাসায় চলে যাব।’
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সিনেমা ছাড়ছেন পূজা!
- রিপোর্টার
- আপডেট সময়: ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ