সাতক্ষীরা সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোঃ শোয়াইব আহমাদ। তিনি গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিশান বারিয়া গ্রামের বাসিন্দা শোয়াইব আহমাদ ৩৫ তম বিসিএস কর্মকর্তা হিসাবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। প্রথমে নওগাঁ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় আরডিসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ জানান, সদর উপজেলার মানুষের কল্যানি কাজ করে যাবো। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া এডিসি হিসেবে মেহেরপুর জেলায় যোগদান করবেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ
- রিপোর্টার
- আপডেট সময়: ০৯:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১১৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ