বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। মঙ্গলবার (২৬ মার্চ) সাতক্ষীরা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে সকাল ৭টায় খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। পরে কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, পুরস্কার বিতরণ ও রক্তদান কর্মসূচি করা হয়। সকাল ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত। সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার, এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
- রিপোর্টার
- আপডেট সময়: ০৯:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- ১১৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ