টালিউডের লাস্যময়ী অভিনেত্রী দর্শনা বণিক। ‘অন্তরাত্মা’ নামেরি একটি সিনেমার মাধ্যমে প্রথমবার ঢাকাই সিনেমায় অভিনয় শুরু করেন। প্রথম সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। যদিও এখনো ছবিটি মুক্তি পায়নি। তবে এরই মধ্যে বাংলাদেশের আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন ভারতের বাংলাভাষী এ অভিনেত্রী। শাকিব খানের পর এবার চলচ্চিত্রের সময়ের আরেক আলোচিত চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন দর্শনা। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আর এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রুমান।
এদিকে এই দুই সিনেমার মুক্তির আগেই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে দর্শনা বণিকের। এর আগে ছবিটির অন্য শিল্পীদের নাম প্রকাশ করেছিলেন পরিচালক। এবার জানালেন এ সিনেমায় আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ‘ওমর’ ছবিতে দর্শনাকে দেখা যাবে শরিফুল রাজের বিপরীতে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু ও তানভীর। পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি মূলত থ্রিলার ও স্টোরি বেইজ ছবি। দর্শনা বণিক চমক হিসেবে আছে। শুধু এতটুকু বলতে চাই, তার উপস্থিত দর্শকের কাছে অন্যরকম লাগবে, বাকিটা পুরো সিনেমা দেখলে বোঝা যাবে। আগামী সপ্তাহ থেকে ওমর টিম প্রচারণায় নামবে।’
‘ওমর’-এর চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। ছবিটি শিগগির সেন্সরে যাবে উল্লেখ করে পরিচালক রাজ বলেন, ১৫ রমজানের পরে ঈদের আমেজ আসে। তাই তখন থেকে আমরা ‘ওমর’র প্রমোশনে নামব। প্রত্যেক নির্মাতা তার সর্বোচ্চ মেধা ব্যয় করে ছবি বানান। একেকজনের মেধার পরিধি একেক রকম। কেউই খারাপ ছবি বানাতে চায় না। আমি ‘ওমর’-এ যে গল্পটি দেখাতে চাই, সেটাই দেখিয়েছি। দর্শক যদি আমার গল্পটি পছন্দ করেন তাহলে আমি সার্থক হবো, নইলে ব্যর্থ হব। ছবির নামটি দিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে। তার ষষ্ঠ ছবি ওমর কতটা দর্শক নন্দিত হয় সেটাই এখন দেখায় অপেক্ষা।