আজ মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

বুবলীকে পরীর খোঁচা ‘আপা গো আপা’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

পরীমনি। হরহামেশাই নেটিজেনদের আলোচনায় থাকেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আসছে না আলোচিত এই নায়িকা। আসছে না নতুন ইস্যু। বলা যায় ছেলে রাজ্য ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরী। সেই ব্যস্ততার মধ্যেও আবারও আলোচনায় পরী। এবার আরেক নায়িকা শবনম বুবলীকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপরই নজড়ে আসে নেটিজেনদের। পরীমনি পোষ্টে লিখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

এর জবাবে বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। বুবলীকে পরীর খোঁচা ‘আপা গো আপা’ এখন আর হাতে মেহেদি দেওয়া হয় না? কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে.. ’।

এখন প্রশ্ন হলো হঠাৎ তাদের মধ্যে এমন বাকযুদ্ধ কেন। পরী হঠাৎ করেই এমন স্ট্যাটাস কেন দিলেন? জানা গেছে, রাজ্যের প্রথম জন্মদিনে প্রিয় সন্তানকে নিয়ে আবেগঘন চিঠি প্রকাশ করেন। স্লাইড ভিডিওতে নিজেই পাঠ করেন চিঠি। মা পরী আর রাজ্যের বিভিন্ন স্মৃতি, ছবি ভিডিওতে তুলে ধরা হয়। বুবলীও তার সন্তান বীরের জন্মদিনে এমন একটা ভিডিও প্রকাশ করেন। ভিডিওর কথা, মিউজিক প্রায় একইরকম। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোষ্ট করেন পরী।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বুবলীকে পরীর খোঁচা ‘আপা গো আপা’

আপডেট সময়: ০৫:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

পরীমনি। হরহামেশাই নেটিজেনদের আলোচনায় থাকেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আসছে না আলোচিত এই নায়িকা। আসছে না নতুন ইস্যু। বলা যায় ছেলে রাজ্য ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরী। সেই ব্যস্ততার মধ্যেও আবারও আলোচনায় পরী। এবার আরেক নায়িকা শবনম বুবলীকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপরই নজড়ে আসে নেটিজেনদের। পরীমনি পোষ্টে লিখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

এর জবাবে বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। বুবলীকে পরীর খোঁচা ‘আপা গো আপা’ এখন আর হাতে মেহেদি দেওয়া হয় না? কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে.. ’।

এখন প্রশ্ন হলো হঠাৎ তাদের মধ্যে এমন বাকযুদ্ধ কেন। পরী হঠাৎ করেই এমন স্ট্যাটাস কেন দিলেন? জানা গেছে, রাজ্যের প্রথম জন্মদিনে প্রিয় সন্তানকে নিয়ে আবেগঘন চিঠি প্রকাশ করেন। স্লাইড ভিডিওতে নিজেই পাঠ করেন চিঠি। মা পরী আর রাজ্যের বিভিন্ন স্মৃতি, ছবি ভিডিওতে তুলে ধরা হয়। বুবলীও তার সন্তান বীরের জন্মদিনে এমন একটা ভিডিও প্রকাশ করেন। ভিডিওর কথা, মিউজিক প্রায় একইরকম। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোষ্ট করেন পরী।